Tuesday, April 14, 2015

নববর্ষ সমালোচনা

খনিকের আনন্দের জন্য যদি আমরা অজান্তে অনেক বড় পাপ করে ফেলি তাহলে এই পাপের প্রাশ্চিত্ত কি হবে?

নববর্ষে অনেক আনন্দ করে সবাই। অনেকে সুন্দর সুন্দর স্থানে নিজের আপন জনকে নিয়ে ঘুরতে বেরায়। সমস্যা নাই।
কিন্তু যারা নববর্ষের মিছিলে গিয়ে এক পাল মানুষের সাথে বিভিন্ন ধরনের মানব সৃষ্ট মূর্তির সামনে নাচ গান করি
এবং উৎসব মুখর ভাবে খোলা জামা পরে অজানা অচেনা মানুষের সামনে ঘোরাফেরা করি, এতে আমরা সাময়িক ভাবে আনন্দিত হই। একবারো কি বিবেচনা করে দেখেছি আমরা কি করছি?    
এটা কি ঠিক?
আমাদের মুসলমান ধর্মে ছবি তলাই অপরাধ। তার উপর এভাবে সবার সামনে হাতা কাটা ব্লাউজ পরে ঘোরা ফেরা। ফেইসবুকে নিজের আকর্ষণী সেলফি তুলে আপলোড দেওয়া।
কিভাবে  যাবো আমরা জান্নাতে? আমরা তো মনে হয় জান্নাতের দরজাও দেখতে পারবো না।
ছেলেরা পাপ করে মেলায় মেয়েদের কুদৃষ্টিতে দেখে, আর মেয়েরা পাপ করে  তাদের দেহের খোলা অংশ  ছেলেদের দেখিয়ে,
এটা কি পাপ না?   হা! আমি শুধুই নববর্ষ নিয়ে বলছি কেনো?  এছারা অনেক উৎসব আছে।
কারন, আজ নববর্ষ। তাই!।
আমাদের (মুসলমানদের) এই অমানুষিক কাজ গুলো দেখে বড় বড় নাস্তিকরা তাদের যুক্তি দিতে চান্স পায়!। আমরা কেনো তাদের সুযোগ করে দিবো মুসলমানদের নিয়ে সমালোচনা করার?
ভুল আমাদেরই।
কেনো জানেন? 
আমরা কনো কিছু করে তার রিয়েলাইজ পাই পরে। যদি আমরা আগে থেকে জানতাম এটা কি করতে জাচ্ছি আমরা, তাহলে হয়তো  আমাদের পাপের খাতায় এই আজকের দিনের পাপ গুলো এড হতো না।


Visit My profile on facebOok. => https://www.facebook.com/ImtiAzZAhmEdimoN

No comments:

Post a Comment