Tuesday, April 14, 2015

আমরা মুসলমান।

এইবার রমজান মাসে যদি হাতে কিছু সময় থাকে তাহলে যোহর এর নামাজের পরে ১ ঘন্টা বাংলা অরথ সহ কোরআন শরীফখানা একবার পইরেন। ইনশাল্লাহ এইবারের রমজান আপনার শ্রেশট রমজান যাবে।
মৃত্যু কখণ আসে, কে জানে? যাওয়ার আগে একবার পরে নেই আল্লাহর বানী খানা। আসলে কি লিখসে ভিতরে?।
আমরা কতো লেখক এর বই পরি, পরিক্ষার সময় রাতে লুকায় লুকায় গল্পের বই পরি। তিন গোয়েন্দা-মাসুদ রানা। সায়েন্স ফিক্সান্স।
এক খানা কোরআন শরিফ পাঠ করলে কি আসে জায়? উনি আমাদের সৃষ্টিকর্তা। তার বানী কি পরে বুঝতে পারি না?
হুমায়ুন আহ্মেদ, জাফর ইকবাল, উনারা তো আমাদের জন্ম দেন নি।
জারা পরেন নি, তারা এইবার পরতে চেশটা করুন, আশা রাখি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
তখন আফসোস করবেন, ইশ! এতো মজার বই টা আমি আগে পরলাম না কেনো?
আমার এই পোস্ট দেখে যদি কেও একজন হলেও এইবার ড়মজানে নিজে বাসায় বশে কুরান শরিফ এর অর্থ খানা পুরা পরে। তাহলে আমার এই লেখা সার্থক।
আশা রাখি, বাকিটুকু আপনাদের।
আমি বেচে থাকলে ইনশাল্লাহ পড়ব।

No comments:

Post a Comment