Friday, April 17, 2015

Bangladesh Cricket 2015 BD v/s Pak One day match (Banglawash)

বাংলাদেশের ব্যাটিং শেষে সাইদ আজমল দৌড়ে তামিম এর কাছে গেলেন।
আজমল-তামিম ভাই আপনি আজ এইরকম কাজ টা করতে পারলেন তাও আবার আমারে ও ছাড়েন নাই তুলা ধুনা করতে পারলেন।
তামিম-কম কথা বল ফন্নি বেশি কথা কস ক্যারে।
আজমল-ভাই আপনি হঠাৎ করে কি এমন জিনিস খাইলেন যে এমন ধুনাই দিলেন।
তামিম-আমি ডানো খাই আর শুন অনেক দিন ধরে মানুষ আমারে পচাইতে ছিল তাই আর কি জবাব দিলাম।
আজমল-আমারে এই রকম ধুনতে পারলেন।
তামিম-ফন্নি বেশি কথা কস ক্যারে।যা বলতাছি ব্যাটিং করতে যা।।
.
অতঃপর আজমল গেল মুশফিক এর কাছে।
আজমল-ভাই তামিম ভাই না হয় পচানি খাইয়া চেতিয়া গেছে তাই এই রকম মাইর দিছে কিন্তু আপনি কেন এমন করলেন।
মুশি-আরে ফন্নি বুঝস না ক্যারে তামিম সেঞ্চুরি করার পর সবাই তারে বুম বুম বলতাছে আমারে কেউ বুম বুম বলতাছে না।আমি মানুষ ছোট হইতাম পারি তাই বলে পাওয়ার কি কম।তাই একটা তুলা ধুনা আমি ও দিলাম।
আজমল-বুঝছি বাট আমাতে এই রকম ধুনা দিতে পারলেন।
মুশি-আরে ওই টা তো হাল্কা দিলাম পরের ম্যাচ এ ডাবল দিমু এবার যা ব্যাটিং কর।
.
অতঃপর আজমল গেল ম্যাশ এর কাছে।
আজমল-বস আজ আপনি খেলেন নাই ভাবছিলাম একটা বোনাস পয়েন্ট পাইছি কিন্তু আপনার দল এই রকম একটা কাজ করতে পারল তারা কি মানুষ না(কেঁদে কেঁদে)
ম্যাশ-ওই কান্না অফ করস না ক্যারে।আমি নাই তো কি হয়েছে রুবেল আছে না আর তাসকিন তো আছেই তদের মিডিল ঠিকি উড়বে।
-ভাই ভয় দেখান ক্যারে আমাকে একটা বুদ্ধি দেন এমনি বোলিং এ অনেক লজ্জা পাইছি তাই ব্যাটিং করুম না এ জন্য একটা টিপস দেন।
ম্যাশ-কথা কম আজ তদের দলের সবার মিডিল যাবে আমি রুবেল রে বলতাছি যা খেলতে যা।
আজমল-ভাই আমারে সুসাইড দেন খাইয়া মরে যাই।
.
অতঃপর খেলা শেষে পাকি দের ১১জনের ৭জনের মিডিল উড়ে যাওয়ায় তারা হসপিটাল আছেন।।।

No comments:

Post a Comment