Tuesday, April 14, 2015

বোরকা

আজকাল বোরকা একটি ফ্যাশন
হয়ে দাঁড়িয়েছে।। কিছু কিছু
স্টাইলিশ মেয়েরা এমন ধরনের
বোরকা পরিধান করে যে বোরকা
পড়া অবস্থায় ও তার শরীরের ভাজ
দেখা যায়।। হাত মোজা,পা মোজা
ব্যাবহার করা তো দূরের কথা ওরা
তো মুখ এই ঢাকে না,মুখ ঢাকলে
নাকি তাদের দম বন্ধ হয়ে আসে আরো
কতো কি অযুহাত।।কিছু কিছু
মেয়েরা আবার মুখ ঢাকে যখন তারা
আকাম কুকাম করতে যায়, ওরা সবার
সামনে বোরকা পড়ে না, লোকচক্ষুর
আড়ালে বোরকা পড়ে তার
প্রেমিকের সাথে ডেট করতে যায়,
কেউ দেখে চিনে ফেলার ভয় আছে
তাই তারা খুব সুন্দর করে প্রস্তুতি
নিয়ে ডেটে যায়।।অনেকেই আবার
১দিন বোরকা পড়লে ৭দিন পড়ে
না,বোরকার সাথে গলায় একটা
ওড়না ঝুলায় মাথাতে তো কাপড়
নাই এই।। টাইট জিন্স,টপস, গেঞ্জি
পড়ে ঘুরবে মাথায় আবার হিজাব
লাগানো থাকবে কি অসাধারণ
স্টাইল তাই না??? হাদিসে বলা
হয়েছে তোমরা এমন কাপড় পড়ে
বাহিরে যাবে, যে কাপড় দেখে
পুরুষ তোমাদের প্রতি আকৃষ্ট না হয়
ময়লা কাপড় থাকলে আরো বেশি
উত্তম।। আগে মানুষ কালো বোরকা
পড়তো আর এখনকার মানুষ রং বেরং
এর ডিজাইন করা বোরকা পড়ে।। এই সব
বোরকা পড়েও কোনো লাভ নেই
কারন পুরুষ তো তার প্রতি আকৃষ্ট
হচ্ছেই।। এইভাবে রুপ দেখিয়ে
বাহিরে গেলে কোনো দোষ নেই,
ছেলেরা যখন বাজে মন্তব্য করলেই
দোষ।।আপনি এমন খোলামেলা
ভাবে চলাফেরা করলে ছেলেরা
আপনার প্রতি ক্রাশ খাবে এটাই
স্বাভাবিক।।ক্যামেরার মুখ খোলা
থাকিলে যেমন ভালো মন্দ সকল
প্রকারের ছবি উহাতে উঠিয়া যায়
তদ্রূপ মানুষের চক্ষুও যদি খোলা
থাকে যাহা সামনে পড়িবে
ক্যামেরার ন্যায় মানব পটে উঠিয়া
যাইবে।।
আপুরা আপনারা যতই ইস্টাইল করেন না
কেনো বিয়ে করার সময় বেশির ভাগ
ছেলেই কিন্ত বোরকাওয়ালীই
খোঁজে সো এখন ও টাইম আছে
নিজেদের শুধরে নিন নাহয় পরে
পস্তাবেন।। আখিরাত বলেও যে
একটা পরীক্ষা আছে তা ভুলে
যাবেন না।।
বিঃদ্র→ সব মেয়েরা এক রকম না সো
কথা গুলো নিজের উপর টেনে
নিবার দরকার নাই।।

No comments:

Post a Comment