Friday, April 17, 2015

ভুতের গল্প - ৭

এ গল্পটা আমার খালার
সাথে ঘটেছে । আমার
খালা আগে নারায়ণগঞ্জ এ থাকত ।
সেখানে চাষারায় একটি পুরান
জমিদার
বাড়ি ছিল যা আমার
খালুর । সে বাড়িটা খুব পুরান ।
বলতে গেলে প্রায়
ভাঙ্গা অবস্থা ।
সকালে সেখানে গেলেই সবাই ভয়
পায় ।
রাত্রে তো আরও করুন ।
সে বাড়িতে খালারা একটি পরিবা
। সেখানে অনেক ভুতুরে কাণ্ড ঘটেছে ।
আমার খালুর
বাড়িতে যারা থাকত
তারা প্রতি রাত্রে তাদের শোয়ার
ঘরে একটি ছায়া ঘুরতে দেখত ।
আর কে জানি তাদের খাট
প্রতিদিন কাঁপাত । আর সবচেয়ে বড়
ঘটনা হল
প্রতি মাসে একবার খালুর
বাড়িতে রাত্রে কারা যানি ঢিল
মারত

আমারখালাত ভাই সে সময়
ছাদে গিয়ে চেক করত । কিন্ত
কাউকে দেখা যেত না । পাথর গুলা খুব
সাদা ও
দেখতে খুবসুন্দর
ছিল । খালারা সে সময়
কোরানশরিফ পড়ত । সবচেয়ে আশ্চর্য
ঘটনা হল
পাথর
গুলো কারও গায়ে লাগতনা ।
ঢিলাঢিলি রাত্র দুটা পর্যন্ত চলত ।
এখন আপনারাই বলুন
কোনও
মানুষ কি এমন করতে পারে ।

No comments:

Post a Comment