কালকে একজন বড়সড় নাস্তিক এর সাথে চেট এ কথা হইলো। উনি আমার একটা কমেন্ট দেইখা আমাক্রে মেসেজ করছিলো, উনার সাথে অনেক্ষন চেটিং হলো। কথায় কথায় উনি আমারে বলল।- ভাই একটা জিনিশ কি দেখছেন? মুসল্মান্রা কিন্তু আস্তে আস্তে হিন্দুদের কালচার এর সাথে মিশে জাচ্ছে, আমি বললাম- কেনো? কিভাবে?
উনি আমাকে বলল- ভাই কনো হিন্দু জাতিকে দেখছেন যে, মুসল্মান্দের কোনো উতসবে অংশগ্রহন করে না। কনোদিন শবে বরাতের রাতে গিয়ে মুসল্মান্দের সাথে বড়সড় আয়জনে রান্না বান্না করে খাওয়াদাওয়া করে না। কিন্তু,!! মুসল্মান্রা ব্রতমানে হিন্দুদের হোলি উথসবে অংশগ্রহণ করে, এবং খুব আনন্দেই পালন করে উৎসবটিকে। আবার দেখবেন ৩ দিন পরে পহেলা বইশাক আসছে। সেখানে হিন্দুদের বেশি মুসল্মান্রাই থাকবে। >
এতোটুকু বলে আর কিচ্ছু বলল না। অফলাইন হয়ে গেলো।
আমি কিছুক্ষন চিন্তা করলাম। ঃআসলে ঠিকই তো' আমরা মুসল্মান্রা আস্তে আস্তে এমন কেনো হয়ে যাচ্ছে? অনেক মুসল্মান শুক্রুবার ছাড়া নামাজি পরে না। মাঝে মাঝে মসজিদে দেখা জায়। তাও আবার হোয়তো মাথায় টুপি নাই, -
কিন্তু পহেলা বইশাখে দেখবেন একদম সাজুগুজু করে বিউটি পার্লারে গিয়ে একদম**** হয়ে উতসব পালন করবে। কি এমন টান আছে এতে? যে নামাজের জন্য মসজিদ এর চেয়ে উতসবের জন্নো রমনা পার্ক অনেক আকর্ষণীয়? আমি উত্তর চাই!। কেনো একজন নাস্তিক আমাকে এই কথাটা বলবে? হয়তো এই কথাটা শুধু আমার গায়ে লেগেছে। আপনাদের নাও লাগতে পারে। একবার ইস্লামকে ভালোবাসুন দেখবেন কথাগুলা কেমন লাগে। হা আমি ইচ্ছা করলে এই কথাটা নিজের মদ্ধে রেখে ভাবতাম যে, জাহ! জা হইসে হইসে, আমি আমার মতো ভালো দিকে চলে জাই, অন্নরা গেলে জাক না গেলে জাহান্নামে যাবে। - এমনটা কি আমি ভাবতে পারতাম না? কিন্তু কেনো ভাবিনি? আমি চাই না আমাদের ধরম অন্নদের নিকট এমন নিচু হয়ে জাক। আমি চাই নিজে নামাজ পরতে এবং অন্নকে দাওয়াত দিতে। নিজের জন্য না। আমাদের নবীজীর দায়িত্ব মনে করে।
আপনি চেশটা করলে একটা দাওয়াত আপনার বন্ধুকে দিতে পারেন। শুধু মাত্র মুখ ফুটে বলাটার কষ্ট। নিজে নামাজ পরুন অন্নকে দাওয়াত দিন।
উনি আমাকে বলল- ভাই কনো হিন্দু জাতিকে দেখছেন যে, মুসল্মান্দের কোনো উতসবে অংশগ্রহন করে না। কনোদিন শবে বরাতের রাতে গিয়ে মুসল্মান্দের সাথে বড়সড় আয়জনে রান্না বান্না করে খাওয়াদাওয়া করে না। কিন্তু,!! মুসল্মান্রা ব্রতমানে হিন্দুদের হোলি উথসবে অংশগ্রহণ করে, এবং খুব আনন্দেই পালন করে উৎসবটিকে। আবার দেখবেন ৩ দিন পরে পহেলা বইশাক আসছে। সেখানে হিন্দুদের বেশি মুসল্মান্রাই থাকবে। >
এতোটুকু বলে আর কিচ্ছু বলল না। অফলাইন হয়ে গেলো।
আমি কিছুক্ষন চিন্তা করলাম। ঃআসলে ঠিকই তো' আমরা মুসল্মান্রা আস্তে আস্তে এমন কেনো হয়ে যাচ্ছে? অনেক মুসল্মান শুক্রুবার ছাড়া নামাজি পরে না। মাঝে মাঝে মসজিদে দেখা জায়। তাও আবার হোয়তো মাথায় টুপি নাই, -
কিন্তু পহেলা বইশাখে দেখবেন একদম সাজুগুজু করে বিউটি পার্লারে গিয়ে একদম**** হয়ে উতসব পালন করবে। কি এমন টান আছে এতে? যে নামাজের জন্য মসজিদ এর চেয়ে উতসবের জন্নো রমনা পার্ক অনেক আকর্ষণীয়? আমি উত্তর চাই!। কেনো একজন নাস্তিক আমাকে এই কথাটা বলবে? হয়তো এই কথাটা শুধু আমার গায়ে লেগেছে। আপনাদের নাও লাগতে পারে। একবার ইস্লামকে ভালোবাসুন দেখবেন কথাগুলা কেমন লাগে। হা আমি ইচ্ছা করলে এই কথাটা নিজের মদ্ধে রেখে ভাবতাম যে, জাহ! জা হইসে হইসে, আমি আমার মতো ভালো দিকে চলে জাই, অন্নরা গেলে জাক না গেলে জাহান্নামে যাবে। - এমনটা কি আমি ভাবতে পারতাম না? কিন্তু কেনো ভাবিনি? আমি চাই না আমাদের ধরম অন্নদের নিকট এমন নিচু হয়ে জাক। আমি চাই নিজে নামাজ পরতে এবং অন্নকে দাওয়াত দিতে। নিজের জন্য না। আমাদের নবীজীর দায়িত্ব মনে করে।
আপনি চেশটা করলে একটা দাওয়াত আপনার বন্ধুকে দিতে পারেন। শুধু মাত্র মুখ ফুটে বলাটার কষ্ট। নিজে নামাজ পরুন অন্নকে দাওয়াত দিন।
No comments:
Post a Comment