হে আমার প্রিয় মুরিদগণ, তোমাদের সবার জন্য বাংলা নববর্ষের #নূরানী শুভেচ্ছা। আশা করি তোমরা আজকে নিজেদের বাঙালিত্ব প্রমাণ করতে বিপুল পরিমাণ ইলিশ মাছ ভক্ষণ করেছ। এই ইলিশের অন্যতম উৎস বাংলাদেশের পদ্মা নদী। এই নদীর পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু মানুষ এবং #জ্বিন বাস করে, ইলিশ মাছ ধরে সারাদেশে সরবরাহ করাই যাদের কাজ। এদের একজন হচ্ছে #বদজ্বিন কুবের, যে তার বিভিন্ন #নাফরমানি কার্যকলাপের জন্য সবার কাছে "পদ্মা নদীর#খবিশ" হিসেবে সুপরিচিত।
কিন্তু সব #খবিশই শেষ পর্যন্ত লাইনে আসতে বাধ্য হয়, কুবেরও এসেছিল। তাকে আমি অনেকবার সাবধান করে দিয়েছিলাম, কিন্তু সে আমার কথা পাত্তা দেয় নি। তবে যেদিন সে তার#পরী স্ত্রীকে ছেড়ে তার #খবিশ #পরী শ্যালিকা খবিলার সাথে ইটিশ-পিটিশ আরম্ভ করে, সেদিন তার প্রতিবেশীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এবং তারা এই #ইতর অপদার্থ এবং তার নতুন প্রেমিকাকে একযোগে তাড়া করে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়। নিরুপায় কুবের বাধ্য হয়ে আমার কাছে এসে সাহায্য চায়।
দরিদ্র বদজ্বিন কুবেরকে দেখে আমার #নূরানী হৃদয়ে দয়ার উদ্রেক হয়। আমি তখন তাকে জানাই যে আমি, জনাব #হজর মিঞা, সম্প্রতি কোহকাফ পর্বতে কিছু খাস জমি ক্রয় করেছি, এবং সেই জমিতে চাষাবাদ করার জন্য আমার অনেক #মুরিদকেও নিযুক্ত করেছি। কিন্তু এই বিপুল পরিমাণ জমির গতি করতে আমার আরো জনবল প্রয়োজন, কাজেই আমি কুবের এবং তার#নালায়েক শ্যালিকাকে কোহকাফ পর্বতে চলে এসে আমার জমির তদারক করতে আহ্বান জানাই। কুবের এবং খবিলা তাতেই রাজি হয়ে আমার কোহকাফগামী #সুলেমানি নৌকায় উঠে বসে।
আমার এইচএসসি পরীক্ষার্থী #মুরিদরা এই ঘটনার সাথে অন্য কোনোকিছুর মিল পেলে তার জন্য আমি বা এই কুখ্যাত পদ্মা নদীর #খবিশ দায়ী নয়।
মজা করলাম। সিরিয়াসলি নিবেন না।।
আসলে সকালে পদ্মা নদির মাঝি উপন্যাস টা পরছিলাম তো তাই এইটা খালি মাথায় ঘুরতেসে। :) ####কথা কিন্তু সত্য। :)
মজা করলাম। সিরিয়াসলি নিবেন না।।
আসলে সকালে পদ্মা নদির মাঝি উপন্যাস টা পরছিলাম তো তাই এইটা খালি মাথায় ঘুরতেসে। :) ####কথা কিন্তু সত্য। :)
No comments:
Post a Comment