মহানবি (স) বলেছেন,''কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে।অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।এতে তার নাড়িভুড়ি বের হয়ে আসবে।সে এটা বিয়ে চারপাশে চক্কর দিতে থাকবে যামন্ভাবে গাধা চক্রের মধ্যে ঘুরে থাকে।তখন জাহান্নামীরা তার চারপাশে সমবেত হবে এবং প্রশ্ন করবে,হে অমুক! তোমার এ অবস্থা কেন? তুমি কি সৎকাজের আদেশ দিতে না এবং অসৎকাজ করতে নিশেধ করতে না? উত্তরে সে বলবে,হ্যা আমি সৎকাজের আদেশ দিতাম,কিন্তু নিজে তা করতাম না।আর অন্যদের খারাপ কাজ করতে নিশেধ করতাম,কিন্তু নিজে তা থেকে বিরত থাকতাম না।(বুখারি ও মুসলিম)''
অতএব,আমরা নিজেরা সৎকাজ করব ও অসৎকাজ থেকে বিরত থাকব।এবং সকলকে সৎকাজে নির্দেশ দেব ও অসৎকাজে নিশেধ করব।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন-আমিন
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন-আমিন
No comments:
Post a Comment